ক্রিকেট খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছেন সাকিব আল হাসান। শরীরের পেশিগুলোও বিদ্রোহ শুরু করে দিয়েছে। হাঁটু, কোমরের পাশ্ববর্তী অংশ এবং কাঁধে ব্যথা অনুভব করছেন বেশ কিছু দিন হয়। তারপরও ক্রিকেট থেকে অবসর মেলেনি শীর্ষ অলরাউন্ডারের। আইপিএল শেষ করে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় নেমে পড়তে হয় ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের অধিনায়ককে।
শরীরের ধকল কাটিয়ে উঠতে একদ- বিশ্রামের জন্য পাগল হয়ে উঠেছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কাছে বিশ্রাম চেয়ে আবেদনও করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক আর্জি জানিয়েছেন, জিম্বাবুয়ে সফর থেকে তাকে যেন মুক্তি দেওয়া হয়। শরীরের বেশ কয়েক জায়গায় চোট অনুভব করায় লিগ শেষে কিছু দিনের জন্য ব্যাটপ্যাড কফিনবন্দী করে রাখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক।
সাকিবের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর ফিজিও এবং ট্রেনারের কাছে ফিটনেস রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ। চোট কতটা গুরুতর তা পরীক্ষা করে দেখার জন্য বুধবার এ্যাপোলো হাসপাতালে বাঁহাঁটুর এমআরআই করানো হয়েছে। এছাড়াও ক্রনিক সমস্যার জন্য (কাশি) ড. প্রাণ গোপাল দত্তকে দেখিয়েছেন বলে বিসিবির চিকিৎসক মো. মনিরুল আমিন জানিয়েছেন।
সাকিবের হাঁটুর এমআরআই রিপোর্ট পাওয়া যাবে শনিবার। রিপোর্ট পাওয়ার পর ক্রিকেট পরিচালনা বিভাগকে সাকিবের ফিটনেস সম্পর্কে জানাবেন ফিজিও বিভাব সিং। যদিও হাঁটুতে চোট নিয়েই শুক্রবার লিগের শেষ ম্যাচ খেলবেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ওই দিন ওল্ডডিওএইচএসের বিপক্ষে অলিখিত ফাইনাল খেলবে ভিক্টোরিয়া। যে দল জিতবে তারাই হবে চ্যাম্পিয়ন। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক হয়ে থাকতে পারেন না ভিক্টোরিয়ার অধিনায়ক।
যদিও ছুটি চেয়ে আবেদন করার বিষয়ে কিছু বলেননি সাকিব। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ৮ জুনের খেলা নিয়ে ভাবছেন। যা বলার পরে বলবেন।
সাকিবকে বিশ্রাম দিতে হলে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র লাগবে। সাকিব হয়তো পেয়েও যাবেন। বিসিবির দায়িত্বশীল কর্মকর্তারাও সাকিবকে বিশ্রাম দেওয়ার পক্ষে। একজন পরিচালক বলেন, ‘জিম্বাবুয়েতে প্র্যাকটিস টুর্নামেন্ট খেলবে। এখানে সাকিব না থাকলেও কিছু হবে না। সামনে ইউরোপে আন্তর্জাতিক সিরিজ আছে। এই সময়টা তাকে বিশ্রাম দেওয়া হলে আয়ারল্যান্ড এবং হল্যান্ডে ভালো খেলতে পারবে। এছাড়া সমনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, এই মুহূর্তে সাকিবকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।’