ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্প কারখানা এবং বসতবাড়ি নির্মাণের সময় প্রত্যেক জায়গায় জলাধার থাকতে হবে। সেভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে। জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করা যেতে পারে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ এবং নদীর নাব্যতা রক্ষার জন্য বনাঞ্চল সৃষ্টি করতে হবে। সবুজ অর্থনীতি গড়ে তোলার জন্য তিনি প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি পণ্য আমদানি করার সময় খেয়াল রাখতে হবে, যেন ওই পণ্য দিয়ে পরবর্তী সময়ে ক্ষতির সৃষ্টি না হয়।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। জলবায়ু ট্রাস্ট ফান্ডে দুই হাজার একশ’ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বৃক্ষরোপন ও পরিবেশ সংরক্ষণের জন্য অনুষ্ঠানে পরিবেশ পদক এবং বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ পদক দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী বৃক্ষমেলা ও তিন মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতি এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পরিবেশ সচিব, অধিদফতরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে অবদান রাখার জন্য ‘বঙ্গবন্ধু পদক’ ও প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন জাতীয় পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক, পুরস্কার, নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ