ট্রাইব্যুনাল স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিচার করছে : ড. মিজানুর রহমান

ট্রাইব্যুনাল স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিচার করছে : ড. মিজানুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় মনিবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের বিচারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

ড. মিজান বলেন, “এ ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে একটি মহল নানা ধরনের প্রশ্ন তুলছে। কিন্তু আমরা মনে করছি, ট্রাইব্যুনালে আইন অনুয়ায়ী স্বচ্ছতা বজায় রেখে বিচারকাজ চলছে। প্রসিকিউশন ও আসামি পক্ষ সমান সুযোগ পাচ্ছে। বলতে গেলে আসামি পক্ষকেই অধিক সুযোগ দেওয়া হচ্ছে। যদি আসামি পক্ষকে বঞ্চিত করা হতো তাহলে তা দৃশ্যমান হতো। `’

তিনি বলেন, “যদি কেউ এ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন, তবে তা হবে অযাচিত। পৃথিবীতে যারা মানবাধিকার বিষয়ক বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন, তাদের যে কেউ এসে ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন। তারাও বলবেন, বিচার স্বচ্ছ হচ্ছে।“

তিনি বলেন, “গণমাধ্যম মারফত মানবাধিকার কমিশনও কার্যক্রম পর্যবেক্ষণ করছে। তাতে মনে হয়, এ পর্যন্ত যতোটুকু বিচার কাজ হয়েছে, তা আরো ত্বরান্বিত করা যেতে পারতো।“

পরিদর্শনের সময় গোলাম আযমের পক্ষে কয়েকটি আবেদন ট্রাইবুন্যালের কাছে জমা দেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ সময় সাঈদীর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার জেরা চলছিল।

“রাজনৈতিক কারণে বা কারো চাপে বিচার হচ্ছে, এমন অভিযোগ যাতে কেউ করতে না পারেন, সে ব্যাপারে অতি সতর্কতার জন্য বিচারকাজে কিছুটা মন্থর গতি এসেছে“ বলেও মন্তব্য করেন ড. মিজানুর রহমান।

সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত পরিদর্শনকালে মানবাধিকার কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ