বিএনপি দেশকে নির্যাতনের দেশে পরিণত করেছিল- দীপু মনি

বিএনপি দেশকে নির্যাতনের দেশে পরিণত করেছিল- দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ৪ দলীয় জোট সরকার দেশকে মানবাধিকার, সাংবাদিক ও নারী নির্যাতনের দেশে পরিণত করেছিল।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শহীদ আহসান উল্লাহ মাস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

দিপু মনি বলেন, বিগত বিএনপি সরকার পুরো দেশকে নির্যাতনের দেশে পরিণত করেছিল। তখন এদেশ দুর্নীতি, হত্যা ও জঙ্গিবাদের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছিল।

এরপর ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর সর্বক্ষেত্রে দেশ যেভাবে এগিয়েছে, তাতে রফতানি বেড়েছে, র‌্যামিটেন্স বেড়েছে।

বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা এদেশকে এখন মডেল হিসেবে দেখছে। তারা দেশের নেতৃত্বের প্রশংসা করছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্বের সম্মানের জায়গায় পৌঁছেছে।

জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিজ উদ্দিন রফিজ প্রমুখ।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ৫-৪ গোলে বাড়িয়া ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে জেলার সব কয়টি ইউনিয়ন, পৌরসভা অংশগ্রহণ করবে।

পরবর্তীতে লীগ পদ্ধতিতে চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্যায়ে প্রত্যেক দলে সর্বোচ্চ ৪ জন করে বাইরের খেলোয়ার অংশ নিতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজনীতি