বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা দল থেকে পদত্যাগ করতে পারেন। বুধবার দুপুর ১২টায় তোপখানা রোডস্থ নিজ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দিতে পারেন বলে একটি সূত্র দাবি করেছে। সূত্র মতে, গত ২৩ মে সংবাদ সম্মেলন করে আগামী ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহবান জানানোর জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছিলেন বিএনপি নেতা সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এমনকি এ আহবানে খালেদা জিয়া সাড়া না দিলে ৬ জুন থেকে বিএনপির সঙ্গে তার সব সম্পর্ক বিচ্ছিন্ন করে প্রাথমিক সদস্য পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
ব্যারিস্টার হুদার সেই অনুরোধ খালেদা জিয়া রাখেন নি বলেই তিনি এ সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা গেছে।
এছাড়া সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়ও আগে দেওয়া ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রীকে সংলাপের প্রস্তাব দিতেও নিজ দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি দাবি পুনর্ব্যক্ত করেন ব্যারিস্টার নাজমুল হুদা। একইসাথে সংলাপের স্বার্থে গ্রেফতারকৃত বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিও করেন তিনি।
তিনি মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যে সংলাপ করার প্রস্তাব দিয়েছেন, তা গ্রহণ করে বিএনপির সংলাপে যাওয়া উচিৎ। একই সাথে জনপ্রতিনিধিদের নিয়েই যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, তাহলে বিএনপির স্বরাষ্ট্র ও তথ্য- এ দু’টি মন্ত্রণালয় চাইতে পারে।
উল্লেখ্য, ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ সালে দলের কাউন্সিলের মাধ্যমে তাকে ভাইস চেয়ারম্যান করা হলেও দলের শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জন্য ২০১০ সালের শেষ দিকে পদ হারান তিনি। তিনি নিজেকে এখনও দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সভাপতি দাবি করলেও দল থেকে তা স্বীকার করা হয় না।