পাবনার বেড়া উপজেলার পাঁচুরিয়া গ্রামে মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এসময় বিএনপি সমর্থকদের চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুট করেছে বলেও অভিযোগ উঠেছে। গুরুতর আহত ৬ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ২ জনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোট ছেলেদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ওই গ্রামের আওয়ামী লীগ সমর্থক আব্দুল মান্নানের সঙ্গে বিএনপি সমর্থক মোকছেদ আলীর বাকবিতণ্ডা হয়।
এরই জের ধরে বেলা ১২টার দিকে আব্দুল মান্নানের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক ২৫-৩০ জন লাঠিসোটা নিয়ে একই গ্রামের বিএনপি সমর্থক মোকছেদ, আয়নাল, জয়নাল ও তোরাব আলীর বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ৪টি ঘর ভাংচুর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভিসহ বিভিন্ন মালামাল লুট করে। বিএনপি সমর্থকরা তাদের বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়।
গুরুতর আহত জয়নাল (৪৫), আবু সাইদ (২৬), আয়নুল (৪৫), ওহিদুল (২০), হুরমুজ (৩৫) ও মোয়াজ্জেমকে (২২) বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং আলম (৪০) ও শাহাদতকে (৪০) পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, সংঘর্ষের ঘটনায় দু’পক্ষই বেড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।