দেশের নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচন ২০১২-১৪ স্থগিত ঘোষণা করেছে সংগঠনের নির্বাচনী বোর্ড।
মঙ্গলবার বিকেএমইএ’র নির্বাচনী বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ৭ জুলাই বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার বিকেএমইএ’র নির্বাচন বোর্ডের সচিব সুলভ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সোমবার (০৪ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুলাই অনুষ্ঠিতব্য বিকেএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত আদেশ অনুযায়ী শিগগিরই একটি নতুন তফসিল ঘোষণা করে তা সংগঠনের সকল সদস্যদের কাছে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।