শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘ব্যবসায়ীরা বিভিন্ন সময় প্রণোদনা চেয়ে থাকেন, কিন্তু তারাই সরকারকে রাজস্ব ঠিকমত পরিশোধ করছেন না। ব্যবসায়ে ক্ষতি দেখিয়ে কর ফাঁকি দিচ্ছেন অধিকাংশ ব্যবসায়ী।’
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভ্যাট ও ট্যাক্স বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা অংশ নেয়।
আয়কর ফাঁকি দেওয়া অর্থ আন্ডার ইনভয়েসিং ও ইনভয়েসিং-এর মাধ্যমে দেশের বাইরে রাখছে। তাই রাজস্ব প্রদানে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি অবদান রাখছে, তাদের এমন দাবি শুভংকরের ফাঁকি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘দেশের মোট ১০ লাখ করদাতার মধ্যে ৫ লাখই সাধারণ মানুষ। মোট আদায়কৃত করের ৭৬ শতাংশ আসে পরোক্ষ করের মাধ্যমে। যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর আরোপ করে সাধারণ মানুষের থেকে আদায় করা হয়।। আর কোম্পানি ও সরকারি চাকরিজীবীরা দেন মাত্র ২৪ শতাংশ। অথচ প্রণোদনার সিংহভাগই পায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। যারা বেশি কর দেন, তারা তেমন কোন সুবিধা পান না।
মন্ত্রী আরো বলেন, ‘ব্যবসাভিত্তিক নয় বরং শিল্পভিত্তিক দেশ গড়তে হবে। শিল্প প্রসারের জন্য শিল্পঋণের সুদের হার অবশ্যই ১ অংকের ঘরে নামিয়ে আনতে হবে।’
২২ থেকে ২৪ মে এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত দুই দফায় দেশের মোট ৮০ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
শিল্প মন্ত্রী বলেন, ‘দেশের ১ লাখ নিবন্ধিত কোম্পানির মধ্যে মাত্র ৫৮ হাজার টিআইএনধারী। এরমধ্যে ১৬ হাজার প্রতিষ্ঠান তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। কিন্তু তাদের অধিকাংশই ব্যবসায় লস দেখিয়ে কর ফাঁকি দিচ্ছেন। অধিকাংশ ব্যবসায়ীই তাদের আমদানি করা পণ্যের দাম কম দেখিয়ে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমেও রাজস্ব ফাঁকি দিচ্ছেন।’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য ফরিদ হোসেন বলেন, ‘আসছে বাজেটে ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের অনুকূলে সিদ্ধান্ত আসবে। তাদের জন্য কর প্রদান পদ্ধতি আরো সহজতর করা হবে। যাতে তাদের উদ্যোগে সহযোগিতা হয়।’
তিনি জানান, ‘আগামী অর্থবছরে বিভিন্ন প্রতিষ্ঠানের এসএমই খাতে ঋণ বিতরণ ৫৭ হাজার কোটি টাকা হতে পারে।’
শিল্প সচিব কে এইচ মাসুদ সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য আবদুল মতিন।