প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির মেধাবী শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার ভোর ৬টা ৪০ মিনিটে মিরপুরের ওই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দলীয় পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর পর পুষ্পার্ঘ অর্পণ করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এরপর পর্যায়ক্রমে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ অশরাফুল ইসলাম, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব-উল-আলম হানিফ এবং যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের অংগ সংগঠনগুলো পুষ্পার্ঘ অর্পণ করে। মিরপুর থানা আওয়ামী লীগের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন ইলিয়াস উদ্দিন মোল্লা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ সময় জনতার ঢল নামে।