দক্ষিন সুদানের প্রেসিডেন্ট সালভা কির দেশটির সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চার’শ কোটি ডলারের সরকারি সম্পদ চুরির অভিযোগ এনেছেন।
চুরি হওয়া এ সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই দেশটির ৭৫ জন বর্তমান ও প্রাক্তন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন।
তবে চিঠি পাঠানোর আগেই গত মাসে প্রায় ছয় কোটি ডলার ফেরত অাসে বলে সংবাদমাধ্যমকে জানান দেশটির তথ্যমন্ত্রী ।
সুদানের সঙ্গে দ্বণ্দ্বের আগে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রটির রাজস্বের শতকরা ৯৮ ভাগই আসতো তেল থেকে। যুদ্ধের কারণে দেশটির তেল উত্তোলন ও সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে এই অবকাঠামো নির্মাণের জন্য দেশটির এখন প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের।
২০১১ সালের জুলাই মাসে সুদানের কাছ খেকে স্বাধীনতার অর্জনের মাধ্যমে আফ্রিকার বুকে নতুন রাষ্ট্র হিসেবে জায়গা করে নেয় দক্ষিণ সুদান।