অনুশীলনে যুবরাজ

অনুশীলনে যুবরাজ

ক্যান্সার জয় করে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক জীবনে ফিরে আসছেন যুবরাজ সিং। ভারতের এই অলরাউন্ডার অনুশীলনেও নেমে পড়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এমন খবর জানিয়েছেন খোদ যুবরাজ।

সর্বশেষ রক্ত পরীক্ষা ও স্ক্যান রিপোর্টে ইতিবাচক খবর দিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে টুইটারে যুবরাজ লেখেন,‘আজ আমার জন্য শুভ দিন। কারণ রক্ত ও স্ক্যান রিপোর্ট হাতে পেলাম!! আমি ভালো আছি!! স্বাস্থ্য ভালো থাকার জন্য আমি খুশি। এটা আনন্দের সময়।’

ভক্তদের জন্য সুখবর এরই মধ্যে পুরোপুরি ফিট হওয়ার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন যুবরাজ। জিমে যাওয়ার পাশাপাশি ইশান্ত শর্মার সঙ্গে চার ওভারের সংক্ষিপ্ত ম্যাচও খেলেছেন। এই ম্যাচে ৭টি ছয় মেরে সতীর্থকে হারিয়েছেন যুবরাজ।

যুবরাজ বলেন, ‘আমি এবং ইশান্ত টেনিস বল দিয়ে ৪ ওভারের ম্যাচ খেলেছি। সে আমার বিপক্ষে ছয়টি ছয় করে। তবে সাতটি ছয় মেরে ম্যাচটি জিতে যাই। ইশান্তের শেষ বলেও ছয় মারি আমি।’

ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের পর যুবরাজের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর লন্ডন ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে গত ৯ এপ্রিল দেশে ফেরেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

খেলাধূলা