জিডিপি প্রবৃদ্ধি: বিশ্বব্যাংকের পূর্বাভাসের সঙ্গে অর্থমন্ত্রীর দ্বিমত

জিডিপি প্রবৃদ্ধি: বিশ্বব্যাংকের পূর্বাভাসের সঙ্গে অর্থমন্ত্রীর দ্বিমত

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ  শেষে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের এ কথা জানান।

বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টা এ বৈঠক চলে।

শুরুর দিকে গোল্ডস্টেইনের সঙ্গে বিশ্বব্যাংকের ঢাকাস্থ প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়াসহ ঢাকা সফররত বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত থাকলেও সন্ধ্যা ৬টার দিকে তারা বেরিয়ে যান। এরপর আরো প্রায় এক ঘণ্টা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অ্যালেন গোল্ডস্টেইন।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে অ্যালেন গোল্ডস্টেইন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোল্ডস্টেইন বলেন, “চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক মত ব্যক্ত করলেও বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী উল্লেখ করে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে অর্থমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।”

তিনি আরো বলেন, “এছাড়া বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দিক ও দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে। মন্দার কারণে ইউরো জোনে রপ্তানি সমস্যা ও রেমিট্যান্স প্রবাহ নিয়েও কথা হয়েছে।”

বৈঠকে পদ্মা সেতু নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না বা এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর কাছে বৈঠক সম্পর্কে জানতে চাইলে তারা কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

বাংলাদেশ