সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপকভাবে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল পাকিস্তান গড়ার উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
জনগণকে ডিজিটাল সেবা দেয়ার মাধ্যমে এবং ই-গভর্নেন্স গড়ে তুলে উদ্যোগ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘ডিজিটাল পাকিস্তান’ শীর্ষক এক সরকারি প্রকল্প উদ্বোধন করেন ইমরান খান। খবর- দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।
ইসলামাবাদে ‘ডিজিটাল পাকিস্তান’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ইমরান খান বলেন, দুর্নীতি কমানোর জন্য ই-গভর্নেন্স চালুর মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব হবে; যা এই মুহূর্তে পাকিস্তানজুড়ে খুবই জরুরী। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক জীবনও সহজ হবে।
এই উদ্যোগ পাকিস্তানের যুবসমাজকে সম্পৃক্ত করবে বলেও মন্তব্য করেন ইমরান খান।
ইমরান খান বলেন, আমাদের সরকার ডিজিটাল পাকিস্তান নির্মাণের জন্য সব ধরণের চেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যত পাকিস্তান হবে অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
ডিজিটাল পাকিস্তান নির্মাণের জন্য দেশের বেশিরভাগ সেবা মোবাইল ফোন নির্ভর করা হবে জানিয়ে ইমরান খান আরও বলেন, পাকিস্তানের এই পরিকল্পনা নেয়া হবে শুধুমাত্র সরকারি ক্ষেত্রের জন্য নয়, বেসরকারি ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।