পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশ-রাশিয়া দুই এমওইউ সই

পরমাণু বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশ-রাশিয়া দুই এমওইউ সই

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশ ও রাশিয়া আরো দুইটি সমঝোতা স্মারক সই করেছে। সোমবার রাশিয়ায় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাতমের মহাপরিচালক সের্গেই কিরিয়েনকো নিজ নিজ দেশের মধ্যে এই চুক্তি সই করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি সপ্তাহেই বিজ্ঞান প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাশিয়া যায়। আগামী ৭ জুন তাদের দেশের ফেরার কথা রয়েছে।

প্রথম সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য যে জনবল নিয়োগ দেয়া হবে তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে রাশিয়া সহযোগিতা করবে। এই চুক্তির আওতায় বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপনা, কারিগরি দিক ও পরিচালনার বিষয়গুলো থাকবে। দ্বিতীয সমঝোতা স্মারকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিষয়ে তথ্যকেন্দ্র স্থাপন সংশ্লিষ্ট। এর লক্ষ্য হবে সাধারণ জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে এই ধরণের বিদ্যুৎকেন্দ্র পরিচালনাগত দিক এবং তার নিরাপত্তাজনিত বিষয়ে সচেতন করা।

ইয়াফেস ওসমান বলেন, চলতি বছরই ঢাকায় এই তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্র থেকে রূপপুরে প্রস্তাবিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সম্পর্কে সামগ্রিক তথ্য পাওয়া যাবে। আগামী সপ্তাহে রোসাতমের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা আসবে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে কি ধরণের গবেষণা হচ্ছে, তাদের সিলেবাসে কি আছে সে বিষয়ে তারা ঘুরে ঘুরে দেখবেন। এই গবেষণার ওপর নির্ভর করেই তারা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের কি ধরণের সহযোগিতা প্রয়োজন তা ঠিক করবেন রোসাতম প্রতিনিধিরা। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সের্গেই কিরিয়েনকো প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ