আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে

আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে

রাজধানী গুলশানের হলি আর্টিজহান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নথি পৌঁছে দেন। রুহুল আমীন সাংবাদিকদের জানান, দুই হাজর তিনশ পাঁচ পৃষ্ঠার রায়ের কপি ও অন্যান্য কাগজপত্র সম্বলিত নথি হাইকোর্টে পৌঁছে দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাত জঙ্গিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। একজনকে খালাস দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই নব্য জেএমবির সদস্য। তারা হলেন, গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, নওগাঁর আসলাম হোসেন ওরফে আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, কুষ্টিয়ার আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, জয়পুর হাটের হাদীসুর রহমান ওরফে সাগর, বগুড়ার রাকিবুল হাসান ওরফে রিগ্যান, বগুড়ার মামুনুর রশীদ ওরফে রিপন ও রাজশাহীর শরিফুল ইসলাম ওরফে খালেদ। বেকসুর খালাস পাওয়া আসামি হলেন চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান।

ট্রাইব্যুনাল রায়ে জানানো হয়, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্টেও অনুমোদন নিতে হবে। ওই নির্দেশের আলোকে নথি হাইকোর্টে প্রেরণ করা হয়। আসামিরা সবাই কারাগারে আছেন। তারা আপিল করলে এক সঙ্গে শুনানি হবে।

বাংলাদেশ শীর্ষ খবর