এশীয় বাণিজ্য মেলায় অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন গেছে। এর নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত রোববার রাত দুইটায় পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন। এ প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন। আগামী ৮ জুন তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

খুলনা মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ১ বছর ৮ মাস পর এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় সোমবার বিকালে ১১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির এ তথ্য জানা গেছে।

খুলনা মহানগর ছাত্রলীগের এ কমিটিতে দেব দুলাল বাড়ই বাপ্পি সভাপতি ও শেখ শাহজালাল হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটির সহসভাপতি যথাক্রমে শেখ কামাল আহম্মেদ, মেহেদী হাসান মোড়ল, তানভীর হোসেন বাবু, রিপন খান, রাজিব সাহা, কাজী আহাদুজ্জামান ডলার, শওকত হাসান, সবুজ হাজরা, অমিতাভ ঘোষ, তাজমুল হক তাজুল, চৌধুরী মঞ্জুর মোর্শেদ রাহাত, মো. সোহেল রানা, শামীম হায়দার, শেখ রাসেদুজ্জামান রাশেদ, কামরুজ্জামান সুমন, ইস্রাফিল জনি, মশিউর রহমান সুমন, রিপন মোল্লা, জোবায়ের হোসেন লিটু, মো. হেলাল খান, শেখ সালাহউদ্দিন, মাসুদ হোসেন সোহান, আব্দুল্লাহ আল মামুন, শেখ সাদীউজ্জামান, শেখ মনির হোসেন, রিয়াজুল ইসলাম তালুকদার সোহেল, গোপাল চন্দ্র সাহা।

যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে হোসেনুজ্জামান হোসেন,  আল আমিন, রেজাউল করিম সবুজ, মিলকন হোসেন, মারুফুজ্জামান ড্যানি, চয়ন কান্তি বিশ্বাস,  শাহীন হাসান, আব্দুল্লাহ আল মামুন।

সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জাকারিয়া খান মিল্টন, দেবাশীষ রায়, নিশাত ফেরদৌস অনি, মো. হিরণ হাওলাদার, আক্তারুজ্জামান, কামরুজ্জামান জামান, মো. আলী আকবর, শেখ মোহাম্মদ, আলিমুল জিয়া।

প্রচার সম্পাদক বদিউজ্জামান মনা, দপ্তর সম্পাদক অভিজিৎ পাল, উপ-প্রচার সম্পাদক রমজান আলী, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদুর রাজেস, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, শিক্ষা পাঠচক্র সম্পাদক মোর্শেদ হাসান লিমন, উপ-শিক্ষা পাঠ চক্র সম্পাদক এস এ হোসেন সবুজ, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আক্তার সোমা, উপ-সাংস্কৃতিক সম্পাদক আনিকা রহমান, ক্রীড়া সম্পাদক শেখ জাফরিন হাসান, উপ-ক্রীড়া সম্পাদক জি এম মনিরুজ্জামান টুটুল, সমাজ সেবা সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, উপ-সমাজ সেবা সম্পাদক বিপ্লব কুমার রায়, অর্থ সম্পাদক রনবির বাড়ই সজল, উপ-অর্থ সম্পাদক আলমগীর কবির, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান বাবু, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আসীফ ইকবাল সবুজ, পরিবেশ বিষয়ক সম্পাদক ইকতাদুল ইসলাম মাহমুদ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মঈন উদ্দিন, আইন সম্পাদক কাজী এহসানুল কবির অমি, উপ-আইন সম্পাদক সাগর বিশ্বাস, পাঠাগার সম্পাদক এম ডি এ মাহমুদুল হাসান শাওন, উপ-পাঠাগার সম্পাদক খ. ম আল হেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক সুমন, উপ-তথ্য গবেষণা সম্পাদক শেখ সোনিয়া আক্তার, তথ্য প্রযুক্তি সম্পাদক সোয়েব হোসেন মুন্সি, উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক মো. রাকিব হোসেন,

সাহিত্য সম্পাদক জি এম সালাউদ্দিন, উপ-সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম মানিক, ধর্ম সম্পাদক নাঈমুর রহমান, উপ-ধর্ম সম্পাদক শৈলেন্দ্রনাথ বৈরাগী, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আল ইমরান, উপ-ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম বাবুজ্জামান, গণশিক্ষা সম্পাদক মঈন খান, উপ-গণশিক্ষা সম্পাদক মেহেদী হাসান রাসেল, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইমদাদুল ইসলাম, উপ- মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মনিরুল ইসলাম।

গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজা, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সক্রোটিস পাড়ৈ, আপ্যায়ন সম্পাদক মো. আবু হোসেন, উপ-আপ্যায়ন সম্পাদক রাজু শেখ, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডা. চয়ন বিশ্বাস, উপ-স্বাস্থ্য চিকিৎসা হিমাদ্রী সরকার, আন্তর্জাতিক সম্পাদক আরাফাত হোসেন মিয়া, উপ-আন্তর্জাতিক সম্পাদক প্রশান্ত কুমার গাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এইচ এম তানভীর জামান রাজু, উপ বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক গোলাম তাহের মনু, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ইমরান, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক হিরক কুমার গাইন।

কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন রায়হান, উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক যথাক্রমে শেখ সাব্বির হোসেন আশিক, মিনহাজ সুজন, মোহাম্মদ উল্লাহ খান, এস এম সাদিক মামুন, তরিকুল ইসলাম রণি, শেখ মোহাম্মদ আলী, শেফা জান্নাতুল, লিমন মল্লিক, মো. রেদোয়ান মারুফ, রফিকুল ইসলাম রফিক, অসিফুর রহমান রানা, শেখ আসলাম, জব্বার গাজী, মীর তোফাজ্জল হোসেন সোহাগ,  হেলাল হোসেন, আফজাল হোসেন এমরান, আফরিন সুলতানা, অমিত সরকার, সাব্বির আহম্মেদ, ফয়সাল আহম্মেদ, রুপম।

এছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সদস্য হিসেবে এস এম আসাদুজ্জামান রাসেল ও পলাশ মন্ডল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রিপন কবির, অভিজিৎ চক্রবর্তী দেবু, অমিয় অধিকারীর নাম অনুমোদন দেওয়া হয়েছে।

রাজনীতি