এশীয় বাণিজ্য মেলায় অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন গেছে। এর নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গত রোববার রাত দুইটায় পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন।
এ প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন।
আগামী ৮ জুন তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।