আওয়ামী লীগের প্রতিনিধি দল চীন গেছে

আওয়ামী লীগের প্রতিনিধি দল চীন গেছে

এশীয় বাণিজ্য মেলায় অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন গেছে। এর নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গত রোববার রাত দুইটায় পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন।

এ প্রতিনিধি দলে আরও রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন।

আগামী ৮ জুন তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

রাজনীতি