‘আমার পদত্যাগে যদি পেঁয়াজের দাম কমে তবে আমি প্রস্তুত’

‘আমার পদত্যাগে যদি পেঁয়াজের দাম কমে তবে আমি প্রস্তুত’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে তবে প্রস্তুত। এ মন্ত্রিত্ব জনগণের জন্য কাজ করার জন্য।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী পাইকারি-খুচরা পর্যায়ে ব্যবসায়ীদের যৌক্তিক হারে মুনাফা করার আহ্বান জানান। তিনি বলেন, এবারের উৎপাদন মৌসুমে সব ধরনের পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হবে।

অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাজারকে আর কোনোভাবেই লাগামহীন হতে দেয়া হবে না।

ভারতের কারণেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার এ সভার আয়োজন করে। এতে বাণিজ্যমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যসচিব আবদুস সাত্তারসহ এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক, বিভিন্ন পণ্যের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর