তিয়েনয়ানমেন স্কয়ার বিক্ষোভের ২৩ বছর পূর্তি উপলক্ষে জড়ো হওয়া সমর্থকদের আটক করেছে চীন সরকার। যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সেখানে কড়া নজরদারি আরোপ করেছে কর্তৃপক্ষ।
পাশাপাশি ১৯৮৯ সালে সংঘটিত বিক্ষোভ সম্পর্কিত যেকোন তথ্যের প্রচারণা ঠেকাতে সব ধরনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইগুলির ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে তিয়েনয়ানমেন বিক্ষোভের ঘটনায় এখনো পর্যন্ত যারা চীনের কারাগারে আটক রয়েছে তাদের মুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আহ্বানে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববারেই যুক্তরাষ্ট্র চীনের কারাগারে এখন পর্যন্ত আটক বিক্ষোভকারিদের মুক্তি দেয়ার দাবি জানায়।
উল্লেখ্য, ১৯৮৯ সালে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে তিয়েনয়ানমেন স্কয়ারে সংঘটিত বিক্ষোভে চীনের নিরাপত্তা কর্মীদের গুলিতে শত শত মানুষের মৃত্যু হয়।