বেনজির ভুট্টো বিমান বন্দরে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে সৌদি সেনা কর্মকর্তার লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানস্থ সৌদি দূতাবাস।
জানা যায়, গত বৃহস্পতিবার সৌদি আরবের সেনাবাহিনীর কর্নেল শুকরি আল-শাহরি পাকিস্তানের বেনজির ভুট্টো বিমান বন্দরে পৌঁছলে সেখানকার নয়জন নিরাপত্তা কর্মকর্তা তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি মারাত্মক আহত হন। এ সময় তার ছেলেকেও মারধর করা হয় বলে জানা গেছে।
ঘটনার পর পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আলঘাদির এর নিন্দা জ্ঞাপন করেন। এছাড়া পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিসহ বেশ ক’জন মন্ত্রীও টেলিফোনে সৌদি সংবাদ মাধ্যমকে এ ঘটনায় তাদের নিন্দা জ্ঞাপনের কথা জানান।
তিনি জানান, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এএসএফ সদস্যদের হামলায় ওই সৌদি সামরিক কর্মকর্তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়।
ওই ঘটনায় জড়িত নয় কর্মকর্তার আইনানুগ শাস্তি দাবি করে আলঘাদির বলেন, “পাকিস্তানের অভ্যন্তরে কোনো সৌদির ওপর এ ধরণের ঘটনা কোনোমতেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের বিচার করে তাদের বিরুদ্ধে আদালত কী ব্যবস্থা নিয়েছে তা আমাদেরকে জানাতে বলেছি।”
এদিকে, ওই সৌদি সেনা কর্মকর্তার হাতে পাকিস্তানি এএসএফ সদস্যদের লাঞ্ছিত হবার সূত্র ধরেই এ অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে পাকিস্তানিরা দাবি করে। তবে এমন দাবি নাকচ করে দেন আলঘাদির।
তিনি বলেন, তাদের দাবি সত্য হলেও সেক্ষেত্রে তারা তাকে নির্মমভাবে মারধর না করে আইনানুগ ব্যবস্থা নিতে পারতো।