রায়েরবাজার স্মৃতিসৌধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানবন্ধন

রায়েরবাজার স্মৃতিসৌধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানবন্ধন

রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত এ মাববন্ধনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের হত্যাকাণ্ডে সহযোগী রাজাকার, আলবদর বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানবন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিজয়ের চল্লিশ বছর ধরে বাঙালি জাতি এ শোক বয়ে চলেছে। বাঙালি জাতি যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, তখন মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আলবদর বাহিনী এ দেশকে নেতৃত্বশূণ্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে বিচার কাজ শুরু করেছে। আর বিরোধী দল এ বিচার কাজকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তাই আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে সব বাধা দূরে ফেলে এ বিচারের পক্ষে কাজ করার প্রেরণা দিন।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট তারানা হালিম, যুগ্ম সম্পাদক অরুণ সরকার রানা, মুক্তিযোদ্ধা কানু প্রমুখ।

তারানা হালিম বলেন, ‘এ শোক দিবসটি শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা আমাদের অন্তরে চিরদিনই থাকবে। যুদ্ধাপরাধীদের বিচার চাওয়াটা নাগরিক অধিকার, সেই অধিকার থেকেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। এখন একটি শক্তি এ বিচার কাজকে বানচাল করতে চাচ্ছে। আমরা তাদের প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলাদেশ