আর্থ-সামাজিক অবস্থার বিকাশে সংস্কৃতির মেলবন্ধন অপরিহার্য’

আর্থ-সামাজিক অবস্থার বিকাশে সংস্কৃতির মেলবন্ধন অপরিহার্য’

আর্থ-সামাজিক অবস্থার বিকাশে সংস্কৃতির মেলবন্ধন অপরিহার্য। সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পায়। চীন ও বাংলাদেশের মধ্যে এই সম্পর্ক আগামীতে জোরদার হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। চীনের বেইজিং এ অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেমিনারে ডেপুটি স্পিকার আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণ সহবস্থান, সামাজিক ন্যায়বিচার, ক্ষুধা দারিদ্র্য ও শোষণমুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাঁর অভিপ্রায় জানিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ডিজিটাল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ শীর্ষ খবর