ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৬ কেজি স্বর্ণালংকার আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-৬৩৮ এর যাত্রী মো. মুরশেদ হোসেনের কাছ থেকে এ স্বর্ণালংকার আটক করা হয় বলে জানিয়েছে কাস্টমস সূত্র।
জানা গেছে, স্বর্ণালংকারসহ গ্রিন চ্যানেল অতিক্রমকালে ওই যাত্রীকে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে তার হাতে থাকা ক্রোকারিজ সংবলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকানো স্বর্ণালংকার শনাক্ত হয়। এরপর এয়ারপোর্টের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি স্বর্ণালংকার পাওয়া যায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।