দেশের উত্তরাঞ্চলীয় জেলা জয়পুরহাটের পাঁচবিবিতে চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
তিনি মাসেরও বেশি সময় ধরে খনন কাজ চালিয়ে শনিবার সেখানে চুনাপাথরের খনির সন্ধান পাওয়া যায়।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মুনিরা আক্তার চৌধুরী জানান, ভূপৃষ্ঠ থেকে ১৪৯৮ ফুট পর্যন্ত খনন করার পর চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে। আমরা ধারণা করছি, এ খনির দৈর্ঘ্য ১২ কিলোমিটার প্রস্থ ৮ কিলোমিটার। অর্থ্যাৎ প্রায় ১০০ বর্গকিলোমিটার।
জিএসবি সূত্র জানায়, গত এপ্রিলে ভূতাত্ত্বিক জরিপের ভিত্তিতে ওই খনি এলাকায় অনুসন্ধান কূপ খনন শুরু হয়।
খনিতে চুনা পাথরের বড় ধরনের মজুদ রয়েছে বলেই মনে করছেন খননকারীরা। তবে ঠিক কী পরিমাণ চুনাপাথর রয়েছে, তা নির্ণয় করতে কিছুটা সময় লাগবে।
উল্লেখ্য, এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে কয়লা, কঠিন শিলা, পিট কয়লাসহ কয়েকটি খনি আবিষ্কার করে জিএসবি।