বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহর লিজে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণের ঘটনায় ৪ ব্যক্তি নিহত এবং ৬৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দিনের প্রথম দিকে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনজন ব্যক্তি লিজ শহরের মধ্যস্থলে অবস্থিত প্লেস সেইন্ট ল্যাম্বার্ট এর কাছাকাছি একটি বাসস্টপে উপস্থিত জনসমাগম লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড ছুড়ে মারে। শহরটি ব্রাসেলস থেকে ৯০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, তারা কমপক্ষে চারটি বিষ্ফোরণ এবং একই সঙ্গে গুলির আওয়াজ শুনেছেন।
বেলজিয়ামের একটি টিভি চ্যানেলকে তাৎক্ষণিকভাবে হামলায় আহত এক ব্যক্তি জানায় বাসস্টপের ভীড়ের মধ্যে কেউ একজন গ্রেনেড ছুড়ে মারে এবং গুলি ছোড়ে।
স্থানীয় সরকারি কৌঁসুলি অফিসের মূখপাত্র ভ্যালেরি শাপস গ্রেনেড এবং বন্দুক হামলার ঘটনার সত্যতাকে নিশ্চিত করে এই ঘটনায় হতাহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন।
ঘটনায় একজন হামলাকারীও নিহত হয় বলে জানায় বেলজিয়ামের স্থানীয় একটি সংবাদ মাধ্যম।
শহরের পরিবহণ সেবাদানকারী স্থানীয় বাস কোম্পানী জানায়, তাদের বাসগুলো শহরের কেন্দ্রস্থলে ঢুকতে পারছে না।
ঘটনাস্থলের নিকটবর্তী একটি যাদুঘরে আহতদের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানায় সংবাদ মাধ্যম।