বঙ্গবন্ধু নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করেন- তথ্যসচিব

বঙ্গবন্ধু নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করেন- তথ্যসচিব

তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল-মামুন বলেছেন, ‘বঙ্গবন্ধু নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি নারীকে দেশের মূল অর্থনীতিতে সম্পৃক্ত করতে কাজ করেছিলেন।

শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন

এ সময় তথ্যসচিব আরও বলেন, ‘ইউরোপ ও আমেরিকার ১শ ভাগ মানুষই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানান তিনি।

জয়েন্ট প্রোগ্রাম টু এড্রেস ভায়লেন্স এগেইনস্ট ওমেন প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন।

জেলা তথ্য কর্মকর্তা ইমরানুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান ও সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক মো. শাহ আলম।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, আনোয়ারুল ইসলাম জাবেদ, জুলিয়া জেসমিন মিলি প্রমুখ।

কর্মশালায় জেলা সদরে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন।

বাংলাদেশ