শিগগিরই তিস্তা চুক্তি-ড. গওহর রিজভী

শিগগিরই তিস্তা চুক্তি-ড. গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী আশা প্রকাশ করে বলেছেন, ভারতের সঙ্গে খুব শিগগিরই তিস্তার পানি চুক্তি হবে। চুক্তির ব্যাপারে ইতোমধ্যে অনেক অগ্রগতি হয়েছে।

শনিবার দুপুরে জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে অতি দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের নেওয়া `সম্ভব পাইলট প্রকল্প` উদ্বোধন উপলক্ষে পাইলটিং ক্যাশ ট্রান্সফার ফর হিউম্যান ডেভেলপমেন্ট থ্রু লোকাল গভনর্মেন্ট শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তিস্তার বিদ্যমান সমস্যা একদিনে সৃষ্টি হয়নি। এ সমস্যা অনেক পুরনো। ভারতের পক্ষ থেকে কিছু সমস্যা আছে। তা মিটে গেলেই সব সমস্যার সমাধান হবে।

ড. গওহর রিজভী বলেন, আমি তিস্তা নদী ও এ অঞ্চলের মানুষের সমস্যা কাছ থেকে দেখেছি। আশা করি, চুক্তি হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে।

এ ব্যাপারে দেশবাসীকে হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব সুনীল কান্তি বোস।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব হারুন-অর-রশীদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রনালয়ের কমিউনিটি ক্লিনিক প্রকল্পের অতিরিক্ত পরিচালক ডা. বরেন্দ্রনাথ রায় ও নীলফামারীর জেলা প্রশাসক আব্দুল মজিদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- সম্ভব প্রকল্পের পরিচালক রেহানা ইয়াছমিন।

স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, অতি দরিদ্র মানুষের জন্য সম্ভব নামের যে প্রকল্প নেওয়া হয়েছে, তার মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারের সন্তানরা উপকৃত হবে। তবে মাঠ পর্যায়ে যারা তদারকির দায়িত্বে থাকবেন, তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে এসব পরিবীক্ষণ (মনিটরিং) করতে হবে।

পরে ড. গওহর রিজভী কাঁঠালী ইউনিয়নের কাঁঠালী মাঝাপাড়া শিশুকল্যাণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র ১শ ৮৬টি উপকারভোগী পরিবারের মধ্যে ক্যাশকার্ড বিতরণ করেন।

বাংলাদেশ