টাইমস নাউ টেলিভিশনের বরাত দিয়ে শনিবার দেশের বিভিন্ন সংবাদপত্রে চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে সপ্তম নৌ-বহর পাঠানো বিষয়ক খবরের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অতিরঞ্জিত।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি সত্য নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার সাম্প্রতিক ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎকালে সপ্তম নৌবহরের প্রসঙ্গ তোলেননি।’
টাইমস নাউ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র কৌশলগত স্বার্থে চট্টগ্রাম বন্দরে সপ্তম নৌবহরের ঘাঁটি গাঁড়তে চায়। কারণ, দক্ষিণ চীন সাগরের ঘাঁটিগুলোতে চীনের শক্তি দিন দিন বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটি রয়েছে। তারপরও এশিয়ায় সার্বিক উপস্থিতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। চট্টগ্রামে মার্কিন সপ্তম নৌবহর মোতায়েন করা গেলে যুক্তরাষ্ট্র চীনের ওপর নজর রাখতে পারবে এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এটিই হবে মার্কিন কৌশলগত সুবিধাজনক অবস্থান।’