মিয়ানমারের কাছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও দেশটির অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার আহবান জানালেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার সিঙ্গাপুরে ১১তম সাংগ্রি লা সংলাপে যোগ দেওয়ার আগে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী লে. জেনারেল হা মিন এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহবান জানান।
এ সময় সৎ প্রতিবেশীসুলভ মনোভাব নিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।
দীপু মনিকে তিনি বলেন, ‘এ ইস্যু সমাধানে মিয়ানমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
এ সময় অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার কামরুল হাসান উপস্থিত ছিলেন।
এ বৈঠকের পরই সাংগ্রি লা সংলাপে যোগ দেন দীপু মনি।
লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজ (আইআইএসএস) এবং রাজনীতি ও সামরিক সংঘাতের ওপর বিশ্বের প্রখ্যাত ‘থিংক ট্যাংক’ ২০০২ সাল থেকে সিঙ্গাপুরে প্রতি বছর এ সংলাপ আয়োজন করে আসছে।
এবারের বৈঠকে যোগ দিয়ে ‘দক্ষিণ এশিয়াকে শান্তি, স্থিতিশীল ও নিরাপদ করতে সংলাপের বিকল্প নেই’ বলে মন্তব্য করেন দীপু মনি।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী, নেতা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা সাংগ্রি লা সংলাপ নামে তিন দিনের এ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ডা. দীপু মনির বক্তব্যের প্রশংসা করেন।