যশোরে হুইপ আ. ওহাবের গাড়িবহরে হামলা: আহত ১০

যশোরে হুইপ আ. ওহাবের গাড়িবহরে হামলা: আহত ১০

যশোরের অভয়নগরে সরকার দলীয় হুইপ এবং অভয়নগর-বসুন্দিয়ার সংসদ সদস্য অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের গাড়িবহরে শনিবার হামলা করেছেন গ্রামবাসী।

এ সময় হুইপ শেখ আব্দুল ওহাবকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন গ্রামবাসী।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবদহের বিলকপালিয়া এলাকার এ হামলার ঘটনা ঘটে। এ সময় ৯টি গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

এতে এএসপিসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের মনিরামপুর এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলায় আহতরা হলেন- অভয়নগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল মালেক, সহকারী পুলিশ সুপার আবুল কালাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম সরদার, পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, হুইপের গানম্যান মনির শিকদার, এপিএস দিলীপ গোস্বামী, পানি উন্নয়ন বোর্ডের নিব্হী প্রকৌশলী মশিউর রহমান, এসডি মোফাজ্জেল হোসেন, এসি দীপক কুমার সাহা, এসও বজলুর রহমান ও ফারাজুল ইসলাম, গাড়ি চালক বিল্লাল হোসেন, অভয়নগর থানার ওসি আহসান হাবিব, মনিরামপুর থানার ওসি ছয়রুদ্দিন ও হাবিলদার জাফর ইকবাল।

এবিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,  যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তা এবং ঠিকাদাররা টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট/জোয়ারাধার) প্রকল্পের কাজ উদ্বোধন করতে যান।

মণিরামপুর ও অভয়নগর উপজেলার ভবদহের কপালিয়া-কালিশাকুল এলাকার মাঝামাঝি কালিশাকুল দিঘীরপাড় বিল কপালিয়ায় টিআরএম প্রকল্পের খাল কাটার নির্ধারিত স্থান ছিল।

কিন্তু প্রকল্প বাস্তবায়ন চাননি গ্রামবাসী। হুইপের গাড়ি বহর ওই স্থানে  পৌঁছানোর পর পাঁচাকড়ি, বালিধা, মনোহরপুর, কালিশাকুল, কপালিয়া, কুমোরঘাটা, নলডাঙ্গা, এনায়েতপুর, কালিবাড়ী, নেহালপুর, কোনাখোলা ও বাজাতপুর গ্রামের বিক্ষুব্ধ কয়েক হাজার গ্রামবাসী লাঠি শোঠা, ইটপাটকেল, চাপাতিসহ দেশিয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।

পরে ঘটনাস্থলে র‌্যাব-৬ এর ডিএডি প্রদীপ কুমারের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নেতৃত্বে ৪ প্লাটুন পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন করা হয়। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অপরদিকে হুইপের ওপর হামলা ও সংঘর্ষের প্রতিবাদে বিকেলে নওয়াপাড়ায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আহবানে নূরবাগ চত্বরে যুবলীগ নেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শাহ ফরিদ জাহাঙ্গীর, যুবলীগ নেতা আবদুর রউফ মোল্লা, অর্জুন সেন, হাসান আলী, নজরুল ইসলাম, আবদুর রশিদ প্রমুখ।

প্রতিবাদ সভা চলাকালে নওয়াপাড়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান এবং যশোর-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে নওয়াপাড়া নূরবাগ মোড়ে অভয়নগর থানার ওসি আহসান হাবিবের কুশপুতলিকা দাহ করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ