দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণের কর্তৃত্ব নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে লালবাগের আজিমপুর বটতলায়।
পিন্টু ও আজম গ্রুপের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।
মঞ্চ দখল ও অনুষ্ঠানের মূল দায়িত্বের কর্তৃত্ব নিয়ে শেষ পর্যন্ত দু’গ্রুপ লাঠিসোটা নিয়ে মারামারির জন্য প্রস্তুতি নেয়। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যায়। পরে দুপুর সাড়ে বারোটায় খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে পৌঁছলে তারা লাঠিসোটা ফেলে দিয়ে খাদ্য বিতরণে অংশ নেয়।
অনুষ্ঠানস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ওয়ার্ড নেতা বাংলানিউজকে বলেন, ‘বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক কারাবন্দী নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর অনুসারী আলতাফ কমিশনারের নেতৃত্বে একটি গ্রুপ ও স্থানীয় বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার আশ্রাফ আলী আজমের নেতৃত্বে আরেকটি গ্রুপ মঞ্চের কর্তৃত্ব নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে মাইকে কথা বলা নিয়ে শুরু হয়ে যায় হাতাহাতি।’
ওই নেতা বলেন, ‘হাতাহাতি থেকে বড় ধরনের সংঘর্ষের দিকে যাওয়ার মুহূর্তে খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। এতে পরিস্থিতি শান্ত হয়।’
তিনি বলেন, ‘নাসির উদ্দিন পিন্টু ও আশ্রাফ আলী আজমের বৈরিভাব দীর্ঘ দিনের। ২০০১ সালে আজিমপুর কবরস্থানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক শুরু হয়। এরপর থেকে পিন্টু গ্রুপ এবং আজম গ্রুপের মধ্যে ২০ বারের বেশি সংঘর্ষ হয়। দুই গ্রুপের সমস্যা সমাধানের জন্য কেন্দ্র থেকে হস্তক্ষেপ করা হলেও সমাধান মেলেনি।’
বিএনপি নেত্রী খালেদা জিয়া দুঃস্থদের মাঝে তৃতীয় দিনে আজিমপুর বটতলা থেকে খাদ্য বিতরণ করেন দুপুর সাড়ে বারোটায়।