লেবাননের বন্দরনগরী ত্রিপোলিতে সুন্নি যোদ্ধা ও সশস্ত্র আলাউতদের মধ্যে সংঘটিত সংঘর্ষে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সীমান্তের ওপারে ঘটতে থাকা সিরিয়ার সহিংসতার প্রভাবে লেবাননের এই উত্তরাঞ্চলীয় বন্দর নগরীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জানায় শনিবার বিকেলে সিরিয়ার বাশার বিরোধী আন্দোলনের সমর্থক ও বিরোধীদের মধ্য সংঘর্ষ শুরু হয়। সিরিয়ায় চলা সহিংসতার কারণে লেবাননের উত্তরাঞ্চলীয় এ বন্দরনগরীতে বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীলতা ও উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সশস্ত্র আলাউত গ্রুপগুলোর সঙ্গে সুন্নি যোদ্ধাদের বেশ কয়েকবার সংঘাত সৃষ্টি হয়।
উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলাউত সম্প্রদায়ভূক্ত, পক্ষান্তরে তার বিরোধী আন্দোলনকারীরা মূলত সুন্নি সম্প্রদায়ভূক্ত।