বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ী চার বাংলাদেশী মুসা ইব্রাহিম, এমএ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহিম ২০১০ সালে ২৩ মে মাউন্ট এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা উড়ান। এম এ মুহিত এভারেস্ট জয় করেছেন দ্বিতীয় বাংলাদেশী হিসেবে। ২০১১ সালের ২২ মে এভারেস্ট জয় করেন তিনি। নিশাত মজুমদার প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট শৃঙ্গে পদার্পণ করেন চলতি বছরের ১৯ মে। সর্বশেষ বাংলাদেশী হিসেবে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট চূড়ায় ওঠেন ২৬ মে ২০১২। তাদের কেউ কেউ এখনো বিদেশে রয়েছেন। দেশে ফিরে আসার পরপরই তাদের সংবর্ধনা জানানো হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবর্ধনাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এভারেস্ট বিজয়ী প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেবেন বলে জানিয়েছে এনএসসি।