থাইল্যন্ডের সমুদ্র সৈকতের জনপ্রিয় পর্যটক শহর পাতায়ায় একটি হোটেল কক্ষে অস্বাভাবিক মৃত্যুর শিকার এক বাংলাদেশি ও আহত অপর দুই বাংলাদেশিকে আর্থিক সহায়তা দিয়েছে থাই কর্তৃপক্ষ।
ওই ঘটনায় পাতায়া থেকে এরইমধ্যে মালে জিনদাওয়াং নামের যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।
থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানান।
পাতায়ার বেল এক্সপ্রেস হোটেলে ১১ মে মিজানুর রহমান মিরন (৫৪) নামে ওই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার হয়। একইসঙ্গে ওই কক্ষ থেকে হারুনুর রশীদ মুন্সী (৫২) ও সঞ্জিব কুমার সাহা (৫৪) নামে আরও ২ জন বাংলাদেশির অচেতন দেহ উদ্ধার করা হয়। এরা সবাই চাঁদপুরের হাজীগঞ্জের ব্যবসায়ী ও রোটারিয়ান।
নিহত ব্যক্তিকে এক লাখ বাথ এবং আহত দুই জনের প্রত্যেককে ৪০ হাজার বাথ করে দেওয়া হয়েছে।
পাতায়ার বাংলাদেশ কমিউনিটি ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের কাছে বৃহস্পতিবার পাতায়ার বাংলামুঙ্গ জেলা পুলিশের শেরিফ চাওয়ালিট শেং উ তাই এই অর্থ হস্তান্তর করেন।
মিজানুর রহমান মিরন এবং ঘটনার অন্য শিকার হারুনুর রশীদ মুন্সী ও সঞ্জিব কুমার সাহা ব্যাংককে অনুষ্ঠিত রোটারিয়ান ইন্টারন্যাশনাল কনভেনশনে অন্য কয়েকশ’ বাংলাদেশি রোটারিয়ানের মতোই অংশ নেন। সম্মেলন শেষ হওয়ার পর ১০ মে তারা পাতায়া যান।
প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমান করছেন, বিয়ারের মধ্যে ট্রাঙ্কুলাইজার জাতীয় চেতনানাশক ওষুধ দিয়ে ওই তিন বাংলাদেশিকে অজ্ঞান করা হয়।
অজ্ঞান দু’জন গভীর কোমায় আচ্ছন্ন অবস্থায় পাতায়া মেমোরিয়াল হাসাপাতালের আইসিইউয়ে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। নিহত মিজানুর রহমানের মৃতদেরহ দেশে এনে দাফন করা হয়।