ক্রিকেটারদের দাবির বিষয়ে শান্তিপূর্ণ সমাধান হয়েছে’

ক্রিকেটারদের দাবির বিষয়ে শান্তিপূর্ণ সমাধান হয়েছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাবি নিয়ে ক্রিকেটারদের ধর্মঘটের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। তিনি বলেন, ধর্মঘটের ফলে অচলাবস্থার অবসান হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমী মানুষের মধ্যে স্বস্তি এসেছে, ক্রিকেটাররাও এতে সন্তুষ্ট।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিসিবি ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন, ওই মন্ত্রণালয়ের নিজস্ব বিষয় রয়েছে। আর ক্রিকেটের একটা বোর্ড রয়েছে, সেই বোর্ডই ক্রিকেটের বিষয়গুলো নিয়ে তদারক করে। যেটা ঘটে গেছে সেটার সমাধানটা হয়েছে শান্তিপূর্ণ, সম্মানজনক। তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিব আল হাসানেরও কথা হয়েছে, এই সমাধানে তিনি সন্তুষ্ট হয়েছেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, দেরিতে হলেও সমস্যাটির সমাধান হওয়ায় সারা জাতি স্বস্তি পাচ্ছে। কারণ, কিছুদিন পরই ভারতে আমাদের টেস্ট আছে, টি-২০ আছে। এসময় ক্রিকেটারদের ধর্মঘট অনেকের মনেই আশঙ্কা ছিল, অস্বস্তি ছিল। কাজেই দেরিতে হলেও বিষয়টি সমাধান হয়েছে, স্বস্তিদায়ক হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঘনিষ্ট সম্পর্ক। তাঁরা তাঁর পরিবারের সদস্যের মতো। তাদের যেকোনো সমস্যা তারা তাৎক্ষণিকভাবে তাকে জানান, তিনি সমাধান করেন। যেহেতু এখানে একটি সমস্যা হয়েছে, কার কতটা দোষ, কোনো প্রকার অশুভ উদ্দেশ্য কারও আছে কি-না, সে বিষয় খুঁজে দেখা হচ্ছে।’

গ্রেপ্তারের পরও লোকমান বিসিবি পরিচালক পদে বহাল আছেন- এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মিটিং হলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিসিবির সভাপতির সঙ্গে আলাপ করবো, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বোর্ডে রাখার বিষয়ে কোনো যৌক্তিকতা নেই।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আর্থিক কেলেঙ্কারিতে বিসিবি সভাপতির জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণসহ কেউ অভিযোগ দিতে পারেননি। তিনি এতে জড়িত- এটি আমি মনে করি না।’

বাংলাদেশ শীর্ষ খবর