ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট (Sorker Kayser) নামক আইডিটি হ্যাকড হয়েছে বলে ভোলা জেলা পুলিশ পেইজে নিশ্চিত করছেন পুলিশ সুপার। মঙ্গলবার সকালে পুলিশ সুপার ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়টি দেখতে পান। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ ছাড়া তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে বিষয়টি অবহিত করেন। তবে এখন প্রর্যন্ত হ্যাকড আইডি থেকে কোনো ধরনের পোস্ট দেওয়া হয়নি।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে আইডিটি হ্যাক হয়ে থাকতে পারে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ফেসবুক ওপেন করতে গিয়ে ব্যর্থ হন। এরপর তিনি সকাল সাড়ে ৮টার দিকে সদর থানায় একটি জিডি করেন। পুলিশ হেডকোয়ার্টার্স ও আমরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তবে কেউ সেই আইডি থেকে অপ্রীতিকর কোনো পোস্ট করা হলে তা বিশ্বাস না করার অনুরোধ জানান।