সাকিবদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

সাকিবদের ধর্মঘট নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

পারিশ্রমিক ইস্যুতে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ধর্মঘটে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা। তাতেই অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সব কার্যক্রম।
যার মধ্যে সবার আগে রয়েছে ২৪ অক্টোবর শুরু হতে যাওয়াদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড এবং ২৫ অক্টোবর থেকে হতে যাওয়া ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প।
সাকিবদের দাবি-দাওয়া দ্রুততার ভিত্তিতে না মানা হলে, এনসিএলের তৃতীয় রাউন্ড এবং ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প- কোনোটাই আলোর মুখ দেখবে না।
শুধু তাই নয়, নভেম্বরের শুরুতেই তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ধর্মঘটের কারণে এই সিরিজও রয়েছে শঙ্কায়।
তবে সাকিবদের ধর্মঘট নিয়ে চিন্তিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মতে, এই আন্দোলনের প্রভাব ভারত-বাংলাদেশ সিরিজে পড়বে না।
তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। তারা (বাংলাদেশ) খেলতে আসবে।
সৌরভ আরও বলেন, আমি বিসিবির সঙ্গে কথা বলেছি। এ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না।

বাংলাদেশ শীর্ষ খবর