কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ-আন্দোলন কাশ্মীরে চলবে না। কাশ্মীরে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভও চলবে না বলে জানান তিনি। এই ধরনের প্রতিবাদ-আন্দোলন থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করছে প্রশাসন।
গত মঙ্গলবার শ্রীনগরে বিক্ষোভ করায় বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন সুরিয়া আবদুল্লা এবং মেয়ে সাফিয়া আবদুল্লা খান। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য বিচারপতি বাশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বাশিরও ছিলেন আটকদের তালিকায়। ব্যক্তিগত জামিনে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয় তাদের।
দিলবাগ সিং জানান, জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব ফেরাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবস্থান বিক্ষোভের প্ল্যাকার্ড থেকেও অশান্তি ছড়িয়ে পড়তেই পারে বলে আশঙ্কা করছেন তিনি। কাশ্মীরের ওপর থেকে নিরাপত্তার কড়াকড়ি তুলে না নেওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন দিলবাগ সিং।