জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে আবারো পাওয়া গেছে ক্ষতিকারক অ্যাসবেস্টসের উপস্থিতি। চাপের মুখে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩৩ হাজার বোতল বেবি পাউডার তুলে নিয়েছে শিশু-দ্রব্যের খ্যাতনামা সংস্থা জনসন অ্যান্ড জনসন।
জানা গেছে, অনলাইনে বেবি পাউডারের একটি বোতল কিনে পরীক্ষা করে মার্কিন হেলথ রেগুলেটরস। সেই পরীক্ষায় অ্যাসবেস্টসের উপস্থিতি পাওয়া গেছে। নিয়মিত অ্যাসবেস্টস ব্যবহার করলে ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজার থেকে বেবি পাউডার তুলে নিতে বাধ্য হওয়ার জেরে একশ ৩০ বছরের পুরনো ওই কম্পানির শেয়ার দর ছয় শতাংশ পড়ে গেছে। জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এ ধরনের ১৫ হাজার মামলা চলছে।
তবে ওই পরীক্ষার রিপোর্ট মেনে নিতে পারছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন কম্পানির মেডিক্যাল সেফটি বিভাগের প্রধান ড. সুসান নিকোলসন। এক মাস আগেই নিজেদের পণ্য পরীক্ষা করে তাতে কোনো অ্যাসবেস্টস পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।