সিরিয়া ইস্যু: ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ফেলেছেন এরদোয়ান

সিরিয়া ইস্যু: ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ফেলেছেন এরদোয়ান

সিরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি চিঠি ডাস্টবিনে ফেলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

কয়েকদিন আগেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সেনা প্রত্যাহারও শুরু করে। আর এরপরই সেখানে কুর্দিদের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দেয় তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে গত ৯ অক্টোবর এরদোয়ানের কাছে একটি চিঠি লিখেছিলেন ট্রাম্প। আর সেই চিঠিটি সারাসরি তিনি ডাস্টবিনে ফেলে দেন। দেশটির কর্মকর্তারা জানান, ট্রাম্পের সেই চিঠিতে লেখা কোনো কিছুই মেনে নেননি রিসেপ তায়েপ এরদোয়ান।

৯ অক্টোবর এরদোয়ানের কাছে একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, কঠোর হবেন না। বোকার মতো কাজ করবেন না। তিনি আরো লেখেন, আসুন একটি ভালো চুক্তির জন্য কাজ করি। আপনি হাজার হাজার লোককে হত্যার জন্য দায়ী হতে চাইবেন না এবং আমি তুর্কি অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী হতে চাই না।

আন্তর্জাতিক শীর্ষ খবর