আগের চেয়ে পুলিশ অনেক ভালো হয়েছে বলে দাবি করেছেন স্বারাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার সচিবালয়ে সম্মেলন কক্ষে পরিবহন সেক্টরে শৃংখলা ও সমন্বয় সংক্রান্ত্র বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘এক লাখ ৪১ হাজার পুলিশ, এর সবাই ভালো হবে আমি তা বলবো না। তবে আগের চেয়ে পুলিশ অনেক ভালো হয়েছে। আমরা পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলছি।’
আদালত চত্বরে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ‘অ্যাকশন নিয়েছি, তার বিরুদ্ধে (অপরাধী পুলিশ) অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘মানুষ যখন বিপদে পড়ে, তখন পুলিশের কাছেই যেতে হয়। সবাই দুর্ব্যবহার করে না, কোনো কোনো পুলিশ করে। তবে পুলিশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি পাকিস্তান অমল থেকে রাজনীতি করি। এই পুলিশই অনেক ঘটনা ঘটিয়েছে।’ পুলিশের নির্যাতনের ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার ডান পা ভাঙ্গা। আমি আগেই বলেছি, সবাই যে ভালো হবে আমি তা বলিনি।’
সাংবাদি নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলে ভালো হবে সাংবাদিকদের এমন বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ভালো হয় না। আমাদের জনগণ বোঝে, সাংবাদিকরা বোঝে না।’
পুলিশের কাছ থেকে নিরাপদ দুরত্ব রাখার বিষয়ে গণমাধ্যম সরকার ও পুলিশের প্রতিপক্ষ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টুইস্ট করে সংবাদ ছাপা হয়েছে যার বিষয়ে, তিনি থাকলে প্রশ্নের জবাব দিতেন।’