ভ্যাটিকান থেকে গোপন তথ্যফাঁসের কেলেঙ্কারির ব্যাপারে নীরবতা অবশেষে ভঙ্গ করলেন পোপ

ভ্যাটিকান থেকে গোপন তথ্যফাঁসের কেলেঙ্কারির ব্যাপারে নীরবতা অবশেষে ভঙ্গ করলেন পোপ

পানির জন্য আরব বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি মালিকি। তিনি বলেছেন, আরব দেশগুলো পানির বর্তমান সঙ্কট মোকাবিলা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ‘পানিযুদ্ধে’ অবতীর্ণ হতে পারে।

বুধবার বাগদাদে অনুষ্ঠিত সম্মেলনে শুষ্ক অঞ্চলে অবস্থিত আবর দেশগুলোকে এ আশঙ্কা প্রতিরোধ করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মালিকি।

আরব বিশ্বের বিস্তৃত এলাকায় মরুকরণ, দুর্বল পানি ব্যবস্থাপনা এবং অধিকাংশ আরব রাষ্ট্রগুলোর নদীর পানির জন্য উজানের দেশগুলোর করুণার ওপর নির্ভরশীলতা- এসব বিষয় এ সম্মেলনের মূল আলোচ্য বিষয়।

ইরানি প্রধানমন্ত্রী নূরি মালিকি আরব দেশগুলোকে এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পানি সঙ্কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় এনে আরব দেশগুলো একটি একক পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে কাজ করছে বলে সম্মেলন থেকে জানা যায়। এর আগে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব এবং অদক্ষতার কারণে এই সাধারণ সমস্যাগুলোর সমাধান করতে পারেনি আরবরা।

তবে সম্মেলনে এর জন্য ইয়েমেনকে দায়ী করেছেন ফিলিস্তিনের পানি বিষয়ক কর্তৃপক্ষের প্রধান। তিনি বলেছেন, ইয়েমেন ‘কাত’ চাষের জমিতে সেচকাজের জন্য প্রচুর পানি নষ্ট করছে।

কাত হচ্ছে চা বা তামাকের মতো স্নায়ু উদ্দীপক উদ্ভিদ।

প্রসঙ্গত, গত বছর সুইজারল্যান্ড ও সুইডেন সরকারের অর্থায়নে প্রস্তুত করা এক প্রতিবেদনে বলা হয়, ১৯৬০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ইরাকের জলাভূমির পরিমাণ কমেছে ৫০ থেকে ৯০ শতাংশ।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী দশ বছরের মধ্যে বিশ্বে পানি নিয়ে যুদ্ধ শুরু হবে। ২০৩০ সাল নাগাদ বিশ্বে পানির পরিমাণ কমবে আরো ৪০ ভাগ। সুতরাং যুদ্ধ ত্বরান্বিত হওয়ার আশঙ্কাও আছে।

আর পানি সংক্রান্ত পূর্ব শত্রুতা এবং চলমান বিরোধের কারণে ইসরায়েল-ফিলিস্তিন, সিরিয়া এবং ইরাক এই সম্যসায় পড়ার আশঙ্কা সবচে বেশি বলে মনে করছে তারা।

আন্তর্জাতিক