যৌন হয়রানির মামলায় সুইডেনে প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের করা আপিল খারিজ করে দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। বুধবার আদালত এ রায় দেয়।
সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে উইকিলিকস প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন হয়রানির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনে পাঠাতে নিম্ন আদালতের রায় বহাল হল। অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলাটি করা হয় ২০১০ সালের আগস্টে।
তবে রায় পুনর্বিবেচনার জন্য অ্যাসাঞ্জের আইনজীবী আাদলতে আবেদন করতে পারবেন বলে সুপ্রিমকোর্ট জানিয়েছে। লন্ডন আদালতের দেওয়া প্রত্যর্পণ আদেশটি সুপ্রিমকোর্টে হস্তান্তর করা হয় ২০১১ সালের ফেব্রুয়ারিতে।
উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে সুইডেন সফরের সময় দুই নারীকে যৌন হয়রানি করার অভিযোগ আনা হয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। তবে যুক্তরাষ্ট্রের অনেক গোপন কূটনৈতিক বার্তা ও নথিপত্র উইকিলকসে ফাঁস করে দেওয়ার পরই তার বিরুদ্ধে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।
২০১০ সালেই লন্ডনে তাকে আটক করা হয়। সে বছরের ডিসেম্বর থেকে গৃহবন্দি জীবন যাপন করছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।