৯৭ বছর বয়সে নোবেল জিতে রেকর্ড গুডনাফের

৯৭ বছর বয়সে নোবেল জিতে রেকর্ড গুডনাফের

জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন বি গুডনাফ, যুক্তরাজ্যের বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও জাপানের মিজো বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ আকিরা ইয়োশিনো এই বছর রসায়নে নোবেল পুরস্কার পান।

আজ বুধবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ একাডেমি। তাদের মধ্যে অধ্যাপক জন বি গুডনাফ গড়েছেন নতুন এক ইতিহাস। তিনি ৯৭ বছর বয়সে নোবেল পাচ্ছেন তিনি। আজ পর্যন্ত এত বয়সে কেউ নোবেল পাননি। সেদিক থেকে জন বি গুডএনাফ ইতিহাস লিখলেন।

অ্যালফ্রেড নোবেলের তৈরি রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি প্রতিবছরই পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দিয়ে থাকে। এই পুরস্কারে প্রাধান্য পেয়েছে বিজ্ঞানসাধনাও।

আন্তর্জাতিক শীর্ষ খবর