বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ওয়ার্ল্ড নো টোব্যাকো অ্যাওয়ার্ড ২০১২’ পদক পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।
তামাক বিরোধী কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে এই সম্মাননা দিচ্ছে।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা অফিস থেকে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়ার কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএসএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।
উল্লেখ্য, গত ৭ মে ভারতের এশিয়াটিক সোসাইটি ড. অতিউর রহমানকে ইন্দিরা গান্ধী স্বর্ণপদকে ভূষিত করেছে। মানব উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পান।