পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোশাররফ হোসেন।
এ বিষয়ে বুধবার তিনি বলেন, ‘কিছু সমস্যার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সে সমস্যগুলো সমাধান হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তন করেছি।’
তিনি আরও বলেন, এ মুহূর্তে পদত্যাগ করলে বাজারে এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই দেশের অর্থনৈতিক দিকসহ সবার স্বার্থের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, গত সোমবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন পদত্যাগ করবেন।