সঙ্গীতা আহমেদ উইমেন চেম্বারের নতুন সভাপতি

সঙ্গীতা আহমেদ উইমেন চেম্বারের নতুন সভাপতি

‘বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিডব্লিউসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্কাইরুম ডাইনিং লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সঙ্গীতা আহমেদ।

মঙ্গলবার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে ২০১২-১৪ মেয়াদের জন্য তিনি সভাপতি নির্বাচিত হন। এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিডব্লিউসিসিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ‘ইনস্পিরেসন লিমিটেড’র মুনমুন রহমান, ভাইস প্রেসিডেন্ট ‘অর্কিড প্রিন্টার্স’র হাসিনা নেওয়াজ, কোষাধ্যক্ষ ‘এফ এন ইন্টারন্যাশনাল’র ফৌজিয়া নাজ।

এছাড়া কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন- ‘টেলি কনসাল্ট গ্রুপ’র নায়লা চৌধুরী, ‘এবিসি রিয়েল স্টেট’র সাবিনা আলম মিতা, ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র ফারজানা চৌধুরী, ‘রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন’র গুলশান নাসরিন চৌধুরী, ‘বেগ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র সোহেলি আক্তার বেগ, ‘আল হোসেন সিএনজি ফিলিং স্টেশন’র ফাতেমা বেগম, ‘কারিগর’র তানিয়া ওয়াহাব, ‘টিকেএনআর অ্যাসোসিয়েটস’র তানিয়া করিম, ‘ওয়েলডান অ্যাপারেলস’র নাজমা আহমেদ ও ‘অদ্রিদিজা হ্যান্ডি ক্র্যাফটস্’র কামরুন নাহার অনু।

সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়  সংগঠনের বার্ষিক প্রতিবেদন, অডিট ও আর্থিক প্রতিবেদনসমূহ উপস্থাপন করা হয় এবং এগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থ বাণিজ্য