ক্যাসিনো সেলিমের অপকর্মে সঙ্গী শতাধিক তরুণী

ক্যাসিনো সেলিমের অপকর্মে সঙ্গী শতাধিক তরুণী

অনলাইন ক্যাসিনো কারবারি সেলিম প্রধানকে গত ৩০ সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পথে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদে দীর্ঘ ৩০ বছরে তাঁর অপরাধজগতের অনেক ফিরিস্তি র‌্যাবের কাছে স্বীকার করেছেন। সে সঙ্গে অপরাধজগতে পা দেওয়ার পর সাড়ে তিন শ কোটি টাকা পাচারের তথ্যও দিয়েছেন তিনি। উঠে এসেছে তার চাঞ্চল্যকর নারী কেলেঙ্কারির নানা তথ্য। জানা গেছে, সারা রাত সেলিম অফিসের গোপন কক্ষে মেয়েদের সঙ্গে সময় কাটাতেন।

অনলাইন ক্যাসিনো জুয়ার আন্তর্জাতিক গডফাদার ও প্রধান গ্রুপের প্রধান সেলিম প্রধান এবং তাঁর দুই সহযোগী আক্তারুজ্জামান ও রোমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের এই রিমান্ড মঞ্জুর করেন।

সেলিমের অপকর্মের সাক্ষী সুলাইমান নামের তাঁর এক গাড়িচালক কালের কণ্ঠকে বলেন, ‘কোটি কোটি টাকার অবৈধ কারবার করলেও আমার পাওনা ৬০ হাজার টাকা বকেয়া। ছয় মাস সেলিমের সঙ্গে কাজ করে নিজ চোখে দেখেছি, প্রতিরাতেই সেলিমের সঙ্গে দেখা করতে আসতেন অনেক বড় বড় লোক। তাঁদের মধ্যে বর্তমান ও সাবেক মন্ত্রী, গোয়েন্দা সংস্থার লোকজনসহ অনেক ব্যবসায়ী রয়েছেন। এর মধ্যে গোয়েন্দা সংস্থার লোকজনকে সেলিম নিজ হাতে টাকা দিতেন।’

সেলিমের গুলশানের বাসার চারতলার অফিসে একটি গোপন কক্ষের কথা জানিয়ে সুলাইমান জানান, সেখানে গত ছয় মাসে অন্তত এক শ তরুণীকে গাড়িতে করে নিয়ে গেছেন তিনি। সুলাইমান আরো জানান, সেলিম মাসের বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতেন। দেশে যখন আসতেন, তখন দিন-রাত ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে ব্যস্ত থাকতে হতো। সারা রাত সেলিম অফিসের গোপন কক্ষে মেয়েদের সঙ্গে সময় কাটাতেন। অথচ নিচতলায় তাঁর বড় স্ত্রী থাকতেন। সেলিমের তিন স্ত্রীর মধ্যে বড় স্ত্রীই দেশে থাকেন। এর বাইরে একজন রাশিয়ায়, অন্যজন জাপানে। সেলিমের রাশিয়ান স্ত্রীর ঘরে এক ছেলে রয়েছে। এ ছাড়া তাঁর আর কোনো সন্তান নেই।

সুলাইমানের কথার সূত্র ধরে সরেজমিনে সেলিমের গুলশানের বাসায় গিয়ে খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

জানতে চাইলে এক র‌্যাব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ‘সেলিম গুলশানের অফিসে তরুণীদের নিয়ে অনৈতিক কাজ করত। তার অফিস থেকে এর বেশ কিছু প্রমাণও পেয়েছি আমরা। এতে ধারণা করা হচ্ছে, তার অফিসকে সে সব ধরনের অনৈতিক কাজের জন্য ব্যবহার করত।’

র‌্যাব সূত্র জানায়, সংসদের স্টিকারযুক্ত গাড়িতে চলাফেরা করতেন সেলিম। মোট ১২টি গাড়ি ব্যবহার করতেন তিনি।

বাংলাদেশ শীর্ষ খবর