দশ হাজার দরিদ্র মানুষ নিরাপদ পানি পাবে

দশ হাজার দরিদ্র মানুষ নিরাপদ পানি পাবে

রাজধানীর মিরপুরের লালাসরাই জমিদারবাড়ি ও টেকপাড়া মধ্যপাড়া নিম্ন আয়ের (বস্তিবাসী) দশ হাজারের অধিক দরিদ্র মানুষ দীর্ঘ দিন ধরে পানির অভাবে অবর্ণনীয় কষ্ট করছে। ওই অঞ্চলের মানুষ দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি পানি পেত না। দরিদ্র মানুষের এই দুর্ভোগ লাঘবে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ডাব্লিউওপি প্রকল্প, ওয়াসা ও মোল্লা ট্রেড ইউনিয়ন কোম্পানির যৌথ উদ্যোগে পানির নতুন সংযোগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে টেকপাড়ার মসজিদ সংলগ্ন স্থানে ওই পানি সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার সুপারেন্টড ইঞ্জিনিয়ার আবদুস সালাম ব্যাপারী, ঢাকা ওয়াসার নিবার্হী প্রকৌশলী মো. আব্দুল মজিদ, নেদারল্যান্ড অ্যাম্বাসির পানি ব্যবস্থাপনার থিমেটিক স্পার্ট পিটার ডি ভ্রিস, ডাব্লিউওপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বাউডিইন স্টারক রশিদ, কনস্যালটেন্ট মারটিন ব্লকল্যান্ড, ইভালুয়েটার তানভির আহসান, ডিএসকের যুগ্ম পরিচালক এম এ হামিদ, লাবনী শবনম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিম্ন আয়ের মানুষের বৈধ পানির প্রাপ্তি মৌলিক অধিকার। অবৈধ সংযোগ নয়, বৈধ সংযোগের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের ওয়াসার মাধ্যমে পানি সরবরাহের সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সংযোগের মাধ্যমে দরিদ্র মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। তবে এক্ষেত্রে স্বাস্থ্যাভ্যাসের উন্নয়ন, স্থাপনা রক্ষণাবেক্ষণ, মিটার রিডিং, বিল পরিশোধে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ধামালকোট এলাকায় পানীয় জলের বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এক হাজার ৭০০ মিটারের অধিক পাইপলাইন দিয়ে পুরানো প্লাষ্টিক পাইপে প্রতিস্থাপন করা হয়েছে। যা পানির গুণগত মান ও পানির প্রেসারের উন্নয়ন করেছে। অর্থাৎ বর্তমানে নেটওয়ার্কের সাথে নতুন অবকাঠামোর সংযোগের মাধ্যমে পানির পর্যাপ্ততা অনেক ভালো হবে। এতে দরিদ্র মানুষের নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত হবে।

বাংলাদেশ শীর্ষ খবর