প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন ও পারিতোষিক করের আওতায় আনতে পৃথক দুটি বিল জাতীয় সংসদে পাস হবে মঙ্গলবার।
দিনের কার্যসূচি থেকে এ তথ্য জানা গেছে।
প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ এবং মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২, বিল দুটি সংসদে পাসের প্রস্তাব করবেন সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।
গত ১ মার্চ বিল দুটি সংসদে উত্থাপন করেন মতিয়া চৌধুরী। পরে বিল দুটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
দুটি বিলেই বলা হয়েছে, এ আইন ২০১১ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে ধরা হবে।
‘প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০১২’ ‘প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৫’ এর সংশোধনের জন্য উত্থাপন করা হয়েছিলো।
ওই আইনে বলা রয়েছে, প্রধানমন্ত্রীর বেতন আয়কর বহির্ভুত থাকবে। সংশোধনী বিলটি পাস হলে প্রধানমন্ত্রীর বেতন আয়করের আওতায় চলে আসবে।
‘মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ ‘মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৩’ এর সংশোধনের জন্য উত্থাপন করা হয়েছিলো।
ওই আইনেও বলা রয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর বেতন কোনো প্রকারের করের আওতায় থাকবে না। সংশোধনী বিলটি পাস হলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন আয়করের আওতায় চলে আসবে।
দুটি বিলেরই উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘শুল্ক,কর ও অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা কর্মসূচি ২০১১-১২ এবং অর্থ আইন, ২০১১ বাস্তবায়নের লক্ষ্যে বিল উত্থাপন করা হলো।’
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন ও পারিতোষিক করের আওতায় আনতে পৃথক দুটি বিল পাস করা হয়।